مدرسة تعمير الملة الكامل

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা

Tamirul Millat Kamil Madrasah

Tongi, Gazipur-1712

EIIN: 109006 | কেন্দ্র কোড :১ ৩ ০ | মাদ্রাসা কোড : ১ ১ ২ ৪ ৬ | Hotline : 09617880099 | Office Time: 8:00 AM থেকে 5:00 PM

এক নজরে মাদ্রাসা

বিসমিল্লাহির রাহমানির রাহীম

School Building
Our Modern Campus
ইসলামী মূল্যবোধ ও ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং মুসলিম উম্মাহর নতুন প্রজন্মকে জাগিয়ে তুলতে ষাটের দশকে আত্বপ্রকাশ করে তা‘মীরুল মিল্লাত ট্রাস্ট। ইসলাম ও সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি বাস্তবধর্মী শিক্ষা মিশনে এর পথচলা শুরু হয়। এই ধারাবাহিকতায় ১৯৯৭ সাল থেকে যুক্ত হয় তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী, গাজীপুর। যুগোপযোগী দক্ষ আলিমে দ্বীন এবং সমাজের সর্বস্তরে দেশপ্রেমিক,সৎ ও যোগ্য নাগরিক তৈরির লক্ষে এই মাদ্রাসার যাত্রা শুরু হয়। শুরুতেই প্রাক-প্রাথমিক থেকে কামিল শ্রেণি পর্যন্ত চালু হয়। বর্তমানে দাখিল ও আলিম শ্রেণিতে সাধারণ ও বিজ্ঞান বিভাগের পাশাপাশি কামিল হাদীস তাফসীর ও ফিক্হ বিভাগ যুক্ত হয়েছে। এ সকল ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখে এগিয়ে চলছে তা‘মীরুল মিল্লাত, টঙ্গী। মেয়েদের দ্বীনী শিক্ষার জন্য ২০১২ সালে চালু হয় বালিকা ক্যাম্পাস। বর্তমানে কামিল পর্যন্ত পাঠ্দান চালু আছে। শিক্ষার্থীদের মানোন্নয়নে ইলমে ক্বিরাআত ও আরবী ভাষা শিক্ষা কার্যক্রম চালু আছে। সময়োপযোগী যোগ্য আলিম তৈরির জন্য বৈকালিক মাদ্রাসা মাদানী ও দরসে নেযামীর সমন্বয়ে চালু করা হয়েছে। নিয়মিত ও সর্বাধিক ক্লাস, মাসিক ও সেমিস্টার পরীক্ষার মাধ্যমে নিবিড় পরিচর্যা এবং সহ-পাঠ কার্যক্রম ছাত্র-ছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে কার্যকর ভূমিকা রাখছে। জাতীয় পর্যায়ে বার বার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে মাদ্রাসাটি স্বীকৃতি লাভ করেছে। বর্তমানে অত্রপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা ডাক্তার, প্রকৌশলী, দ্বায়ী, সমাজসেবক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ হিসাবে দেশ-বিদেশে অবদান রেখে যাচ্ছে। শিক্ষকমণ্ডলীর আন্তরিকতা, শিক্ষার্থীদের দৃঢ় প্রত্যয় ও পরিশ্রম, অভিভাবকদের দু‘আ ও দেশে-বিদেশে সুধীদের ভালোবাসা আমাদের চলার পাথেয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা-প্রশাসনের সকল বিভাগের আন্তরিক সহযোগিতা, সর্বোপরি আল্লাহর রহমত আমাদের পথচলাকে করেছে মসৃণ ও সুদৃঢ়। প্রত্যাশা করি, মনজিলে মাকসুদে পৌছাতে সত্য ও সুন্দরের প্রত্যাশী সবাই তা‘মীরুল মিল্লাতের সাথে থাকবেন। আল্লাহ তা‘আলা আমাদের সীরাতে মুস্তাকীমের উপর অটল থাকার তাওফীক দিন। আমীন!