مدرسة تعمير الملة الكامل

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা

Tamirul Millat Kamil Madrasah

Tongi, Gazipur-1712

EIIN: 109006 | কেন্দ্র কোড :১ ৩ ০ | মাদ্রাসা কোড : ১ ১ ২ ৪ ৬ | Hotline : 09617880099 | Office Time: 8:00 AM থেকে 5:00 PM

আমাদের কার্যক্রম

মুসলিম উম্মাহ শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতির স্বকীয়তা হারাতে বসেছে। বহুমুখি সঙ্কটে নিপতিত ইসলামের লালনভূমি বাংলাদেশের শিক্ষাব্যবস্থা। ক্রমেই হারাতে বসেছে ইসলামী মূল্যবোধ ও ঐতিহ্য। মৃত প্রায় এই উম্মাহকে জাগিয়ে তুলতে তা‘মীরুল মিল্লাত ট্রাস্ট। ইসলাম ও সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি বাস্তবধর্মী শিক্ষা মিশনে তার পথচলা শুরু হয়। অব্যাহত পথচলার ধারাবাহিকতায় ১৯৯৭ সাল থেকে যুক্ত হয় তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী। শিক্ষা, মানবিকতা, কর্মদক্ষাতা তৈরীর লক্ষে অত্র প্রতিষ্ঠানে বর্তমানে নিম্নে বর্নিত শিক্ষা ও শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রম চালু আছে।

হিফজ বিভাগে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির সমন্বয়।

প্রাক-প্রাথমিক শ্রেণি হতে দশম শ্রেণি।

দাখিল স্তরে সাধারণ ও বিজ্ঞান বিভাগ।

আলিম স্তরে সাধারণ ও বিজ্ঞান বিভাগ।

ফাযিল পাস (৩ বছর)

অনার্স কোর্স (৪ বছর)

কামিল-হাদিস, তাফসীর ও ফিকহ-(২ বছর)

প্রত্যেক স্তরে প্রয়োজনীয় সেকশন।