مدرسة تعمير الملة الكامل

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা

Tamirul Millat Kamil Madrasah

Tongi, Gazipur-1712

EIIN: 109006 | কেন্দ্র কোড :১ ৩ ০ | মাদ্রাসা কোড : ১ ১ ২ ৪ ৬ | Hotline : 09617880099 | Office Time: 8:00 AM থেকে 5:00 PM

অধ্যক্ষের বাণী

Principal

ডা. মোঃ হেফজুর রহমান

অধ্যক্ষ

তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী, গাজীপুর।

Message

তা‘মীরুল মিল্লাত ট্রাস্ট ১৯৬৩ সালে দ্বিনী দাওয়াত ও সেবা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠিত হয়। তারই অংশ হিসাবে প্রথমে যাত্রাবাড়ীর মীরহাজীরবাগে এবং ১৯৯৭ সালে টঙ্গীতে তা‘মীরুল মিল্লাত মাদ্রাসার কার্যক্রম শুরু হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মনোরম পরিবেশে মাদ্রাসার ক্যাম্পাস অবস্থিত। বর্তমানে এখানে প্রায় ১৪,০০০ (চৌদ্দ হাজার) শিক্ষার্থী অধ্যয়ন রত। দাখিল- আলিমে মানবিক, বিজ্ঞান বিভাগ চালু আছে এবং কমার্স বিভাগ চালুর প্রক্রিয়া চলমান। তাছাড়া মাদ্রাসার বোর্ডের অনুমতি সাপেক্ষে অচিরেই দাখিল-আলিম আরবী ভার্সন চালু হবে ইনশাআল্লাহ।
উচ্চ শিক্ষার জন্য তিনটি বিষয়ে ফাজিল অনার্স সহ, পাস কোর্স এবং তিনটি বিষয়ে কামিল মাস্টার্স চালু আছে। অচিরেই আলিম তৈরীর লক্ষ্যে একটি পূর্নাঙ্গ বৈকালিক মাদ্রাসা চালু হবে যা জানুয়ারী ২০২৬ সাল থেকে কার্যক্রম শুরু করবে। ২০১২ সাল থেকে এই ক্যাম্পাসে এবেতেদায়ী থেকে তিন বিষয়ে অনার্স সহ কামিলের মহিলা শাখা চালু আছে।
আমাদের প্রত্যাশা উন্নতমান শিক্ষা নিশ্চিত করা এবং আলেমে দ্বীন ও দায়ী তৈরী করার মাধমে সমাজের সকল স্তরে অবদান রাখা। ইসলামী আন্দোলনের রাহবারদের বিরামহীন পরিশ্রমের ফসল এই মাদ্রাসা। তাদের শ্রম-ঘামের মর্যাদা রক্ষাকরে অভিষ্ঠ লক্ষ্যে পৌছার জন্য আল্লাহ তায়ালার তাওফিক কামনা করছি, আমীন।